১৪ February জঙ্গিহানা রেস কাটেনি এখনো ।

নিজস্য প্রতিনিধি (রিজু রায়): মর্মান্তিক এবং দু:খজনক খবরটি বারবার খবরের শিরনাম হয়ে উঠছিল সেটি হলো ১৪ February ভারতের কাশ্মীর এ ঘটে যাওয়া পুলওয়ামায় ভয়াবহ জঙ্গিহানা । আর এই জঙ্গিহানায় প্রাণ দিতে হয়েছে ভারতের ৪০ জন সেনা কে । শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছে এটা একটা মর্মান্তিক এবং দু:খজনক খবর । তার রেস কাটেনি এখনো । ভারতের প্রতিটি জায়য়গা দেখা গেছে মোমবাতি হাতে সেনাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে একজোট হলে । তেমনি দেখা গেলো লিলুয়ার চকপাড়া তেতুলতলার “অভিনব সোসাইটি” র ৪০ জন যুবক যুবতী দের । মিছিল চলে সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা অবদ্ধি । মিছিলে উপস্থিত ছিলেন “অভিনব সোসাইটি” র প্রতীম রায়,দেবু দেব,বৈশাখী ধর,দীপিকা পাল,সারদা সরকার ও আরো অনেক যুবক যুবতী ।

203total visits.